গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট
জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা
উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট এর কার্যাবলী
ক্রমিক নংবিবরণ
উৎসে কর কর্তন/সংগ্রহকারী কর্তৃপক্ষের কমপ্ল্যায়েন্স নিশ্চিতকরণ ও প্রয়োজনীয় এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণ।
উৎসে করের নতুন ক্ষেত্র উদঘাটন, সম্ভাব্য ঝুঁকি যাচাইকরণ কার্যক্রম গ্রহণ।
উৎসে কর আহরণ বৃদ্ধির লক্ষ্যে আইন ও বিধির প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিতপূর্বক, জাতীয় রাজস্ব বোর্ডে প্রস্তাব প্রেরণ।
ডিজিটাল উৎসে কর কর্তন ব্যবস্থাপনা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
উৎসে কর মনিটরিং এ আয়কর নথি বিশ্লেষণপূর্বক সংশ্লিষ্ট আয়কর অফিসসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও ফলোআপ।
জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার আলোকে উৎসে করের রিটার্নের অডিট মামলা বাছাইকরণ (বাছাইয়ে সহায়তাকরণ)।
অডিট কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে এর ফলাফল, কমপ্ল্যায়েন্স, ও এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণপূর্বক রিপোর্ট প্রস্তুতকরণ।
আয়কর আইন, ২০২৩ বিশেষতঃ এর অংশ-৭ এর বিধান ও উৎসে কর বিধিমালা, ২০২৩ এর উপযুক্ত প্রয়োগ ও মূল্যায়ন।
উৎসে করের বিধান পরিপালনের ব্যর্থতায় শাস্তি, জরিমানা ও অন্যান্য আইনগত পদক্ষেপ গ্রহণ।
১০উৎসে করের অনলাইন প্ল্যাটফর্ম (eTDS System) এর সকল ধরনের ব্যবস্থাপনা, বিশ্লেষণ ও মূল্যায়ন।
১১উৎসে কর কর্তন/সংগ্রহকারী কর্তৃপক্ষের কমপ্ল্যায়েন্স নিশ্চিতকরণের জন্য এই সংক্রান্ত সকল সেবা প্রদান।
১২উৎসে করের ফাঁকি রোধকল্পে সার্বক্ষণিক নজরদারি ব্যবস্থা বাস্তবায়ন।
১৩উৎসে কর ব্যবস্থাপনা কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সরকারের সকল প্রকার প্রযুক্তিগত ও অবকাঠামোগত সহায়তা গ্রহণ।
১৪উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট-এর দাপ্তরিক সকল প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন।
১৫জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রদত্ত যেকোন দায়িত্ব পরিপালন।